নোটিশ
বিষয়ঃ ১৪৪৬ হিজরী সালের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখার সভায় উপস্থিত থাকা প্রসঙ্গে।
জনাব
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আগামী ২৯ জিলহজ্জ ১৪৪৫ হিজরী, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ০৬ জুলাই’ ২০২৪ খ্রি: শনিবার সন্ধ্যা ৬:৪৫ ঘটিকায় ১৪৪৬ হিজরী সালের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা কমিটির এক সভা রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য আপনাকে অনুরোধ করা হলো।
(মোঃ আশরাফুজ্জামান)
উপ-পরিচালক
ইসলামিক ফাউন্ডেশন, রাঙ্গামাটি।
g-mail: islamicfoundation.rangamati@gmail.com
ফোন: ০২-৩৩৩৩০৫০০৩
মোবা: ০১৫৫০-৬৮৭৩৮২।
সদয় অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হলো:(জ্যৈষ্ঠতার ক্রমানুসারে নয়)
১. জেলা প্রশাসক, রাঙ্গামাটি পাবর্ত্য জেলা।
২. পুলিশ সুপার, রাঙ্গামাটি পাবর্ত্য জেলা। (কমিটিতে মহোদয়ের একজন প্রতিনিধি সদস্য হিসাবে অন্তভূক্ত রয়েছেন-একজন উপযুক্ত প্রতিনিধি প্রেরণের অনুরোধসহ)
৩. উপপরিচালক, জেলা তথ্য অফিস, রাঙ্গামাটি পাবর্ত্য জেলা।
৪. অফিসার ইনচার্জ, আবহাওয়া অফিস, রাঙ্গামাটি পাবর্ত্য জেলা।
৫. সভাপতি, জাতীয় ইমাম সমিতি, রাঙ্গামাটি জেলা শাখা, রাঙ্গামাটি।
৬. প্রিন্সিপাল, রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসা, সদর, রাঙ্গামাটি পাবর্ত্য জেলা।
৭. মুহতামিম, দারুল উলুম মাদ্রাসা, কলেজ গেইট, রাঙ্গামাটি পাবর্ত্য জেলা।
৮. খতিব, কালেক্টরেট জামে মসজিদ, রাঙ্গামাটি পাবর্ত্য জেলা।
৯. ফিল্ড সুপারভাইজার,...................উপজেলা,(স্ব-স্ব উপজেলা মডেল রিসোর্স সেন্টারে চাঁদ দেখার ব্যবস্থা গ্রহণ করবেন)।
১০. সংশ্লিষ্ট নথি/গার্ড ফাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস