আগামী ১৭ জুলাই ২০২৪ তারিখ রোজ বুধবার মসজিদ পাঠাগার সম্প্রসারণ প্রকল্প ও শক্তিশালীকরণ প্রকল্প(৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পে আওতায় ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয় কর্তৃক আলমারী ও পুস্তক বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান মহোদয়।
নিম্মোক্ত তালিকা অনুযায়ী মসজিদ আলমারী ও পুস্তক বিতরণ করা হবে। উক্ত মসজিদগুলোর কমিটিদের-কে মসজিদের শীল মোহর নিয়ে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ে আলমারী ও পুস্তক গ্রহণ করা ও উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ক্রম |
প্রস্তাবিত মসজিদের নাম ও ঠিকানা |
মসজিদের সভাপতির নাম ও মোবাইল নম্বর |
মন্তব্য |
১ |
২ |
৩ |
৪ |
০১ |
আসামবস্তি জামে মসজিদ, আসামবস্তি, সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা। |
সভাপতির নামঃ মোঃ জহির উদ্দিন মোবাইল নম্বরঃ ০১৮২০-৩৫৩৫৯৪, সেক্র: ০১৮২০-৩৬১৮০০ |
|
০২ |
দক্ষিণ কলাবুনিয়া হাজি জামে মসজিদ, কলাবুনিয়া, বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলা। |
সভাপতির নামঃ মোঃ রফিকুল ইসলাম মোবাইল নম্বরঃ ০১৮৭৯-৪০৫০২৩ |
|
০৩ |
গাউছিয়া কমপ্লেক্স জামে মসজিদ, সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা। |
সভাপতির নামঃ হাজী মনসুর আলী চৌধুরী মোবাইল নম্বরঃ ০১৮৮২-৩৯৮২৫৫ |
|
০৪ |
রিজার্ভ মুখ জামে মসজিদ, সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা। |
সভাপতির নামঃ হাজী আহমদ নূর মোবাইল নম্বরঃ ০১৮২৮-৯০৩২২০ |
|
০৫ |
স্বর্ণটিলা জামে মসজিদ, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা। |
সভাপতির নামঃ মোঃ সেলিম উদ্দিন মোবাইল নম্বরঃ ০১৫৮০-২৬৩১০৯ |
|
০৬ |
বাংলাদেশ টিম্বার মসজিদ, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা। |
সভাপতির নামঃ মোঃ মহি উদ্দিন মোবাইল নম্বরঃ ০১৮২৯-৯২১৮২৫ |
|
০৭ |
রাঙ্গিপাড়া জামে মসজিদ, কলমপতি, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা। |
সভাপতির নামঃ কাজী সিরাজ্ উদ্দিন কাউসার মোবাইল নম্বরঃ ০১৮৬৪-২৬৪২৫৫ |
|
০৮ |
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা। |
সভাপতির নামঃ ওমর ফারুক মোবাইল নম্বরঃ ০১৮৭৬-০৮৬৫৯৭ |
|
০৯ |
পূর্ব জালালাবাদ জামে মসজিদ, ০৮ নং ওয়ার্ড, গুলশাখালী, লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা। |
সভাপতির নামঃ এডভোকেট মোঃ কামাল হোসেন মোবাইল নম্বরঃ ০১৮৫১-৯৩০৯০১ |
|
১০ |
পোড়া পাহাড় তৈয়্যবিয়া এবাদতখানা, রিজার্ভ বাজার, সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
|
সভাপতির নামঃ আব্দুল হালিম ভোলা মোবাইল নম্বরঃ ০১৮৯০-৮৬১১২৬ |
|
১১ |
মুন্সিপাড়া বাইতুল আমান জামে মসজিদ, বাঙ্গালহালিয়া, রাজস্থলী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
|
সভাপতির নামঃ মোঃ আইয়ুব চৌধুরী মোবাইল নম্বরঃ ০১৮৩১-৫২২৭৬৭ |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস