অদ্য ১৭ জুলাই’ ২০২৪ খ্রি: বুধবার তারিখে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে “পবিত্র আশুরা ১৪৪৬ হিজরী উপলক্ষে আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং মসজিদ পাঠাগার সম্প্রসারণ প্রকল্প ও শক্তিশালীকরণ প্রকল্প(৩য় পর্যায়) প্রকল্পের আলমারী ও পুস্তক বিতরণ” ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার জনাব মোঃ আলী আহসান ভূঁইয়ার সঞ্চালনায় এবং উপ-পরিচালক জনাব মোঃ আশরাফুজ্জামান-এর সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা) জনাব মো: শামীম হোসেন। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলেমরা বিশদ আলোচনা করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় এবং জনাব মো: শামীম হোসেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা) মসজিদ পাঠাগার সম্প্রসারণ প্রকল্প ও শক্তিশালীকরণ প্রকল্প(৩য় পর্যায়) প্রকল্পের আলমারী ও পুস্তক বিতরণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস